আড্ডার মধ্যেই বন্ধুকে কুপিয়ে হত্যা, ঘাতক বন্ধু গ্রেফতার

196

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সুজাত শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু ইমন শেখ (১৮) নামে অপর যুবক। নিহত সুজাত শেখ দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদৎ মেম্বর পাড়ার নুরু শেখের ছেলে এবং হত্যাকারী যুবক একই এলাকার হাসান শেখের ছেলে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়ঘাট টার্মিনালের পাশে বাইপাস সড়কের মোড়ে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। এ ব্যাপারে ঘাতক ইমনকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন নিহত সুজাতের মা ডা. রাবিয়া বেগম।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সুজাত শেখ, ইমন শেখ ও নুরু নামের একজনসহ তিন বন্ধু ঘটনাস্থলে দাঁড়িয়ে গল্প করছিল। গল্প-আড্ডার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক বন্ধু ইমন নিজের কাছে থাকা ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বন্ধু সুজাতকে গুরুতর জখম করে। এ অবস্থায় সুজাত মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক ইমনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ ইমনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় জামালসহ একাধিক ব্যক্তি জানান, ঘটনার সাথে জড়িতরা একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিল। তারা একইসাথে মাদকসহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত বলে এলাকায় আলোচিত আছে। মাদকের ঘটনাকে কেন্দ্র করে ঘটনার আগের দিন নুরু এবং সুজাত মিলে ইমনকে বেদম মারপিট করে। ওই মারপিটের ঘটনার জের ধরে ইমন এ হত্যাকাণ্ড ঘটায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই ওলিয়ার রহমান ফোর্সসহ ঘটনাস্থল থেকে ঘাতক ইমনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করেন। এরপর নিহত সুজাতের মা ডা. রাবিয়া বেগম ঘাতক ইমনকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here