চীন ৬ হাজার কোটি ডলারের আমদানি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে এবং আরো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এতে করে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে পিছু না হটারই ইঙ্গিত দিল বেইজিং।
চীনের অর্থমন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫ হাজার ২০৭ টি পণ্যের ওপর ৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা প্রকাশ করেছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে কিছু বিমানও।
শুল্ক তখনই কার্যকর করা হবে যখন যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক কার্যকর করবে- একটি পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে চীনের বাণিজ্যমন্ত্রণালয়।
বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যেই ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা এ মাসেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।
ট্রাম্প প্রশাসন গত ১০ জুলাই আমদানি করা হাজারো চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে| ওই তালিকায় খাদ্য পণ্য, রাসায়নিক, ইস্পাত, অ্যালুমিনিয়ামের পাশাপাশি কুকুরের খাবার, আসবাবপত্র, কার্পেট থেকে শুরু করে গাড়ির টায়ার, বাইসাইকেল, বেসবল গ্লোভস এবং প্রসাধানী সামগ্রীও ছিল।
শুল্ক কার্যকরের আগে এ বিষয়ে জনমত জানতে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যেই আরোপ করা শুল্কের পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করার কথা ভাবা হচ্ছে বলে জানান ট্রাম্প।
বাড়তি এ শুল্কারোপ হলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ারই আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
এর আগে জুলাইয়ের শুরুতে প্রাথমিকভাবে ৩ হাজার ৪শ’ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ অর্থের পণ্যেও একই মাত্রার শুল্ক দিয়েছিল বেইজিং।