
নির্বাচনী প্রচারণায় হামলার পর বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। আজ দুপুর পৌনে ৩টার দিকে তিনি ইশরাকের গোপীবাগের বাসায় যান।
বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, হামলার বিষয়টি আমরা শুনেছি। নির্বাচনে হামলা প্রত্যাশিত নয়।আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।
এর আগে দুপুর ১টার দিকে ইশরাকের নির্বাচনী বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইশরাকের ১০-১২ জন কর্মী আহত হন। তাদের মধ্যে রকি নামে একজনের অবস্থা গুরুতর।
