
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ এক বছর কারাভোগের পর সোমবার সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
এ সময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা কারা ফটকে টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন।
কারাগার থেকে বেরিয়ে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আছি ও থাকবো।
বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। ’
২০১৮ সালের ১২ জুন রাত ১২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
