এক বছর পর জামিনে মুক্ত সুলতান সালাউদ্দিন টুকু

294

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ এক বছর কারাভোগের পর সোমবার সন্ধ্যার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

এ সময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা কারা ফটকে টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন।

কারাগার থেকে বেরিয়ে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আছি ও থাকবো।

বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। ’
২০১৮ সালের ১২ জুন রাত ১২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here