এবারই প্রথম নারী ব্যালন ডি’অর পুরস্কার, জয়ী হেগেরবার্গ

436

অনলাইন ডেস্ক :

এবারই প্রথম ফুটবলে নারীদের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হলো। আর এই পুরস্কারটি জিতে ইতিহাস গড়ছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। এ সময় নারী ক্যাটাগরিতে হেগেরবার্গকে নারী ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত করা হয়।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন লিঁওর স্ট্রাইকার হেগেরবার্গ। কারণ ফ্রেঞ্চ টাইটেল দলকে জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির হয়ে ফাইনালে গোলও করেন ২৩ বছর বয়সী এই তরুণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here