করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যেগে শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

221

মিরসরাই প্রতিনিধি
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবার বর্গের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যেগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনায়েত হোসেন নয়ন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে দু’টি স্বপ্ন একটি বাংলার স্বাধীনতা অন্যটি ‘ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে এ দেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায় মিরসরাইয়ে কাজ করে যাচ্ছেন সাবেক সফল মন্ত্রী আমাদের প্রিয় অভিববাক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সুযোগ্য সন্তান আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল পরিণত করেছেন শেখ হাসিনা। যারা বাংলাদেশকে তুচ্ছ করেছিল, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here