করোনার উপসর্গ নিয়ে প্রবীণ আইনজীবী কবির চৌধুরীর মৃত্যু

172

করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট কবির চৌধুরী (৮৬) মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার (৩০ মে) হৃদরোগ ও করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এডভোকেট কবির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here