মিরসরাই প্রতিনিধি
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের
পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত কামরুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
মিরসরাই উপজেলার ১ নং করের হাট ইউনিয়নের পশ্চিম অলিনগর নিবাসী( সাবেক এম,পি মরহুম ওবায়দুল হক খন্দকারের বাড়ীর পাশে)ক্যান্সারে আক্রান্ত কামরুল ইসলামের চিকিৎসার জন্য সংগঠনটির পক্ষ থেকে সহায়তার অর্থ হস্তান্তর করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি করেরহাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম কালা মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতিমোঃ সিরাজুল হক, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, বিএনপি নেতা আব্দুল খালেক, যুবদল নেতা খানসাব, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ইসমাইল রানা।
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন, সংগঠন প্রতিষ্ঠার পর থেকে মিরসরাইয়ের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় ক্যান্সার আক্রান্ত কামরুলের চিকিৎসার্থে আমরা এগিয়ে এসেছি। আগামীতেও এসব মানবিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।