আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নিরাপত্তার জন্য পটিয়া ও মিরসরাইয়ে বিজিবির ২টি অস্থায়ী ক্যাম্প ন্থাপন করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পটিয়ায় অস্থায়ী ক্যাম্প ২টির উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সাউস ইস্ট রিজিওয়েন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আদিল চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আদর্শ স্কুল মাঠে এবং উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ে ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান আদিল চৌধুরী।
এছাড়া ২০ ডিসেম্বর ১৬টি সংসদীয় আসনে ৭০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরআগে সকালে ১০টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও পুলিশ সুপার নূরে আলম মিনার সঙ্গে নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিজিবি মহাপরিচালক।