নিউজ ডেস্ক..
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে তিনশ’ অবৈতনিক আয়া ও ওয়ার্ডবয়কে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজে যোগ দিতে নিষেধ করে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অব্যাহতি পাওয়া আয়া ও ওয়ার্ডবয়রা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজ থেকে অব্যাহতি পাওয়া আয়া ও ওয়ার্ডবয়দের হাসপাতাল থেকে কোনো সম্মানী দেওয়া হতো না। তবে তাদের জন্য হাসপাতালে আসা প্রতি রোগীর কাছ থেকে সেবা দেওয়ার বিপরীতে সর্বোচ্চ ৩০ টাকা আদায়ের নিয়ম করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারা এমন নিয়মকে তোয়াক্কা না করে প্রতিদিন নিজেদের ইচ্ছেমতো যতজনের কাছ থেকে পারে, অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ বলেন, হাসপাতালে কর্মরত অবৈতনিক আয়া ও ওয়ার্ডবয়দের বিরুদ্ধে আমাদের কাছে প্রতিদিনই একাধিক অভিযোগ আসে। সরেজমিন গিয়ে কর্তৃপক্ষও এর প্রমাণ পেয়েছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে এক দফা জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।
হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, হাসপাতালের সেবা নিশ্চিতে নতুনভাবে জনবল নিয়োগ করে তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কয়েকজন আয়া ও ওয়ার্ডবয় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক বছর ধরে হাসপাতালে কাজ করছি আমরা; কিন্তু পুনর্বাসন কিংবা অন্য কোনো সুযোগ সৃষ্টি না করে কর্তৃপক্ষ হঠাৎ করে আমাদের অব্যাহতি দিয়ে দিল, যা পুরোপুরি অযৌক্তিক।