জাতীয় নির্বাচনে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

328

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে আগামী জাতীয় নির্বাচনে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মিরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার এস. এম. কামাল পাশার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সহকারী কমান্ডার নজরুল ইসলাম বাচ্চু, খৈয়াছড়া ইউনিয়নের কমান্ডার মো. সফি উল্ল্যা, মায়ানী ইউনিয়নের কমান্ডার আমিনুজ্জামান (মঞ্জু), মুক্তিযোদ্ধা এমদাদুল্লাহ চৌধুরী। মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, জোবায়ের ফারুক লিটন, মো. আবু জাফর, মনিরুল ইসলাম লিটন, একরামুল হক শাহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here