
::মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিন সোনাপাহাড় এলাকার হাজ্বী কম্পোজিট পোল্ট্রি লিঃ এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আব্দুল আজিজ (৪০) ও ইয়াছমিন আক্তার (২০)।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী চট্টগ্রামের দিক হইতে আসা বাঁধন পরিবহন বাস (নং-ঢাকা মেট্রো ব-১৪-৩৫৭০) তল্লাশী করে দুজনকে আটক করা হয়।
এসময় আব্দুল আজিজের প্যান্টের ডান পকেট থেকে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াছমিন আক্তারের কাছ থেকে ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের দুজনের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
