ডেঙ্গুতে আক্রান্ত, ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ সিটিকে আইনি নোটিশ

239

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


নোটিশে বলা হয়, গত ২৯ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তানজিম আল ইসলামের স্ত্রী। পরে পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন তিনি। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ তাই এর দায়ভার তাদের নিতে হবে।

এতে আরো বলা হয়, ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে খিলগাঁও ১নং ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হওয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here