তৃতীয় বিভাগ ফুটবল লীগে কোয়াটার ফাইনালে মিরসরাই ক্রীড়া সংস্থা

298

ক্রীড়া প্রতিনিধি
সিজেকেএস সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লীগে টানা দ্বিতীয় জয়ে কোয়াটার ফাইনালে খেলার সুযোগ করে নিলো মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা। ১০ সেপ্টেম্বর বুধবার লীগের ১ম রাউন্ডের নিজেদের দ্বিতীয় ম্যাচে বন্দর স্টেডিয়ামে চন্দনপুরা ক্রীড়া সংস্থার সাথে মোকাবেলা করে মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অধীনস্থ মিরসরাই স্পোর্টিং ক্লাব।


প্রথমার্ধে গোল শূন্য বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধে শাহাদাৎ সাকিবের দূর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে মিরসরাই। ফলে টানা দ্বিতীয় জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে দলটি। দিন শেষে পরিশ্রম সার্থক করে বাড়ি ফিরছে রায়হান,তাজিম,বাবু,রাসেলরা। প্লেয়ার অব ম্যাচ হয়েছে মিরসরাইয়ের রায়হান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here