
ক্রীড়া প্রতিবেদক>>>
শেষ হয়েছে ২০১৯। ২০০৯ থেকে এই ২০১৯ পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে পর্যালোচনা করছে বিশ্ব ক্রিকেট বিশ্লেষক ও মিডিয়ারা। তৈরি করছে তাদের দশক সেরা একাদশ। তারই ধারাবাহিকতায় এবার ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ তাদের দশক সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। এই একাদশে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওপেনিং :
সেরা একাদশের তালিকায় ওপেনিংয়ে আছেন ভারতের হিটম্যান খ্যাত রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। এক দশকে সর্বাধিক রানের মালিক তারা। এই দু’জনে অসংখ্যবার একে অন্যের রেকর্ড ভেঙেছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ত্রি-শতকের মালিক হাশিম আমলা। আর রোহিত শর্মা সবচেয়ে দ্রুততম দুই হাজার, তিন হাজার, চার হাজার, পাঁচ হাজার, ছয় হাজার ও সাত হাজার রানের মালিক।
ওপেনারদের এই তালিকায় আরো ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ভারতের শিখর ধাওয়ান ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে।
মিডল অর্ডার :
মিডল অর্ডারে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, নিউজিল্যান্ডের রস টেইলর ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
কোহলি ১১ হাজার ১২৫ রান করার পাশাপাশি ৪২টি শতকের মালিক। ভিলিয়ার্স তার ওয়ানডে ক্যারিয়ার ৬৪.৮১ গড়ে রান তুলেছিলেন এবং ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি তার দখলেই। অন্যদিকে টেইলর মিডল অর্ডারে ব্যাটিং করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
তারা ছাড়াও ছিলেন ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার কুমার সাঙ্গারা ও ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
অলরাউন্ডার :
এই একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১০ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ব্যাট হাতে ৪২৭৬ রানের পাশাপাশি বল হাতে ১৭৭টি উইকেট শিকার করেছেন তিনি। তার বাঁ-হাতি স্পিনের বিভিন্ন বৈচিত্র্য তাকে অপ্রতিরোধ্য করে তুলেছে।
এই তালিকায় আরো ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার অ্যাঞ্জোলো ম্যাথুজ ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
উইকেটরক্ষক :
দশকের সেরা উইকেটরক্ষককে বাছাই করতে ঘাম ঝরাতে হয়েছে ক্রিকবাজকে। কারণ
বিশ্বের সফলতম উইকেটরক্ষক বলা হয়ে থাকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু এই জায়গায় তাকে না রেখে স্থান দেয়া হয়েছে ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারকে। মূলত ইংল্যান্ড দলের হয়ে শেষের দিকে ১১৭.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দুর্দান্ত পারফরমেন্স করায় তাকে রাখা হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
এই তালিকায় ধোনি ছাড়াও ছিলেন কুইন্টন ডি কক।
স্পিনার :
একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছে ইমরান তাহিরকে। যিনি গত দশকে ১৩ বার ৪টি বা এর বেশি উইকেট নিয়েছেন।
এই তালিকায় আরো ছিলেন পাকিস্তানের সাঈদ আমল, ইংল্যান্ডের আদিল রাশিদ, আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদব।
পেসার :
পেস বোলার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে। মালিঙ্গা ও স্টার্ক দু’জনে অসংখ্য রেকর্ড গড়েছেন। দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির টুর্নামেন্টেও অসাধারণ পারফরমেন্স করেছেন তারা। অন্যদিকে নতুন বলে দুর্দান্ত সফল করতে পেরেছেন বোল্ট। এই সফলতার কারণে দুই পেসারের সাথে তাকেও রাখা হয়েছে।
তাদের ছাড়া তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও মরনে মরকেল ও ভারতের জাসপ্রিত বুমরাহ।
এক নজরে ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, রস টেইলর, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির ও ট্রেন্ট বোল্ট।
