দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসবে

227

নিজস্ব প্রতিনিধি

আগামী দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসবে। বাজারে যথেষ্ট পেঁয়াজ মজুদ রয়েছে। এছাড়া এস আলম গ্রুপ ৫০ হাজার টন ও মেঘনা গ্রুপের নয় হাজার টনসহ বেশ কিছু পেঁয়াজ মিসর থেকে আমদানি করা হচ্ছে।

মঙ্গলবার বৃহত্তর পেঁয়াজের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক শেষে ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিকদের একথা জানান।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলি জানান, দুই-তিন দিনের মধ্যে খুচরা বাজারগুলোতে ভোক্তারা ১০০ টাকার মধ্যে পেঁয়াজ কিনতে পারবেন। পাশাপাশি খাতুনগঞ্জের পাইকারি বাজারে ৮০-৮৫ টাকা পেঁয়াজ বিক্রি হবে। দুই সপ্তাহ পর দাম আরও দাম কমবে বলে তিনি জানান।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইয়াছমিন পারভিন তিবরীজির সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা সুলতানা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলিসহ পেঁয়াজের ব্যবসায়ীরা অংশ নেন।

এদিকে পেঁয়াজের বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত আমদানিকারকের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান শুরু করেছে স্থানীয় বাজার মনিটরিং কমিটি।

ইতোমধ্যে তিন আমদানিকারকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here