দুবাইয়ে সংবর্ধিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

20

 

মিরসরাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন দুবাইয়ের আল আবির ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটের মিরসরাই প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ১ টার দিকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির রুচি রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা আয়োজকদের মধ্যে অন্যতমরা হলেন আবু ছায়েদ সোহেল, গিয়াস উদ্দিন দৌলা, মহি উদ্দিন আরজু, মোহাম্মদ, গিয়াস উদ্দিন, রাজিব, সুব্রত, সঞ্জিত দেবনাথ ও রতি রঞ্জন দাশ।

অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিরসরাইবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানান।

সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের প্রিয় জন্মস্থান মিরসরাইয়ে আমি দীর্ঘদিন যাবত নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন; আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here