দুবাই প্রবাসী শেখ নাছিরের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ

466

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের যুগ্ম সম্পাদক, মাওলানা শেখ আব্দুল মালেক (রহঃ) দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সৃজন সংঘের উপদেষ্টা শেখ নাছিরের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামে সৃজন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যের মধ্যে ছিলো চাউল, ডাল, পেয়াঁজ, আলু, লবণ ।

এসময় উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল নাজমুল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহী, মাওলানা শেখ আব্দুল মালেক (রহঃ) দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, সৃজন সংঘের সভাপতি মামুন ,সহ সভাপতি শুব্রত চৌধুরী প্রমুখ।

শেখ নাছির বলেন, আমি প্রবাসেও থাকলেও এই দূর্যোগ মহুর্তে মনটা দেশে পড়ে রয়েছে। মহামারি করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। যদিও আমার এখানেও এখন লকডাউন, ব্যবসা বানিজ্য বন্ধ রয়েছে। তারপরও কর্মহীন মানুষের কথা চিন্তা করে আমার পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here