মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের উদ্যোগে ও পরিচালনায় ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের অর্থায়নে অভিযান ক্লাবের ১৩ তম “নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে উত্তীর্ণ হয়েছে ছাগলনাইয়া উপজেলার জয়পুর অভিযান সংসদ ফুটবল একাদশ। রোববার ( ৬ অক্টোবর) বিকেলে ফুটবল একাডেমী অব অভিযান ক্লাব মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। বিজয়ী দলের সুজন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলায় টুর্নামেন্টের পৃষ্টপোষক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।
খেলায় উপস্থিত ছিলেন উদ্বোধক মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, অভিযান ক্লাবের সাবেক সভাপতি সাইদুর জামান মাসুক।
আগামী ১১ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মিরসরাই স্পোটিং ক্লাব ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করবে জয়পুর অভিযান সংসদ ফুটবল একাদশ।