মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার প্রবীণ সংবাদপত্রের হকার পরিমল বাবু (৬৫) সড়ক দুর্ঘটনায় মাথায় ও পায়ে মারাত্মকভাবে আঘাত পান। যার ফলে তিনি পত্রিকার পাঠকদেরকে পত্রিকা সরবরাহ করতে পারছেন না। পরিমল মিরসরাই সংবাদ বিতানের মালিক মুহাম্মদ নিজাম উদ্দিনের কাছ থেকে পত্রিকা নিয়ে শান্তিরহাট, জোরারগঞ্জ ও মহাজনহাট এলাকায় বিক্রি করতেন। সে জোরারগঞ্জ ইউনিয়নের গোবিনাথপুর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় আহত হয়ে পরিমল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন। পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না তার পরিবার। আহত পরিমলকে তার নিজ বাড়ীতে মাসিক মিরসরাই পত্রিকার সম্পাদক ও মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন ও তাঁর ছেলে ওয়াকিল বিন নিজাম দেখতে যান এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
আহত পরিমল বাবুকে আর্থিক সহযোগিতা করতে চাইলে মিরসরাই সংবাদ বিতানের ম্যানেজার প্রিয়নাথ ০১৮১১-৬০৭৩৮৪ ও রিয়াজ উদ্দিন ০১৮১৭-২৪২৮২৮।