ফেনী উপত্যাকা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

261

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ফেনী উপত্যাকা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সংগঠনের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩টি সদস্য পদের বিপরিতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। বিজয়ী ৩সদস্য হলেন মনির আহম্মদ মেম্বার, জহিরুল আলম ও শওকত আলী শওকত।
এর আগে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক কোম্পানী, সহ-সভাপতি নিজাম উদ্দিন কোম্পানী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মেম্বার।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আবুল বাহার ও অমলেন্দু দাশ।

উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ভোট গননা সম্পন্ন হয়েছে। ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি সদস্য পদের বিপরিতে ৫জন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here