
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পৌরসভার আল-আমিন টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ডা. মোঃ শাহজাহান।
হাসপাতালের ডিএমডি আলী হায়দার টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এমডি কামাল উদ্দিন চৌধুরী, পরিচালক মীর আলম মাসুক, কামরুল ইসলাম চৌধুরী, ডা. এম এ মাজেদ, ডা. মোঃ মুসা, জহির উদ্দিন ইরান, তুষার কান্তি বড়–য়া, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, হাজ্বী শাহাব উদ্দিন কোম্পানী, কাউন্সিলর নিজাম উদ্দিন, এরাদুল হক নিজামী ভুট্টু, সৈয়দ আলিম উদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ হারুন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ডা. মোঃ শাহজাহানকে চেয়ারম্যান, মীর আলম মাসুককে ভাইস চেয়ারম্যান, কামাল উদ্দিন চৌধুরীকে এমডি ও আলী হায়দার টিপুকে ডিএমডি করে ২০১৯-২০২০ সালের জন্য একটি কমিটি গঠন করা হয়।
