বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে নৌকার সমর্থনে রেজাউল করিম মাষ্টারের গনসংযোগ

421

মিরসরাই প্রতিনিধি
আসন্ন ২৮ ফেব্রুয়ারি বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকনের নৌকা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার। তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গনসংযোগ করেন। এসময় তিনি ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান।
রেজাউল করিম মাষ্টার বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকনের নৌকা প্রতিকে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়ী করার অনুরোধ করছি। আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে ও আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের মনিটরিংয়ে মিরসরাই জুড়ে যে উন্নয়নের জোয়ার বইছে সে জোয়ার ধরে রাখতে নৌকা জয়ী ছাড়া কোন বিকল্প নেই। তাই দল-মত নির্বিশেষে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here