বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

638

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী। প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান ও বিদ্যালয়ের শিক্ষবৃন্দ।
প্রধান অতিথি মহসিন আলী তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভাল ফলাফল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করছি। সকল শিক্ষার্থীকে ভালোভালে প্রস্তুতি নেয়ার জন্য পরামর্শ দেন তিনি। সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here