বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান আর নেই

292

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান আর নেই

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তাঁর স্ত্রী ইয়াসমিন আসাদ জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আসাদুজ্জামান আসাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছেন

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার জোহরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, আসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here