মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রবণ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদ নেতৃবৃন্দ। শুক্রবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, খইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী প্রমুখ।
এসময় বেজা চেয়ারম্যান প্রবণ চৌধুরী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন অগ্রগতি দ্রæতগতিতে দৃশ্যমান হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলের জন্য মিরসরাইবাসী যে ত্যাগ স্বীকার করেছেন তা সত্যি প্রশংসনীয়। অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ডে সহায়তা করার জন্য তিনি মিরসরাইবাসীকে আহ্বান জানান।