
মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার (হেফজ) বিভাগের সবক প্রদান এবং জেলা উপজেলা থেকে প্রাপ্ত পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ। ২৭ জুলাই (শনিবার) আলহাাজ্ব ফরিদ আহম্মদ এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেজাউল হক নিজামি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শাহআলম, মাদ্রাসা সম্মানিত সুপার মাওলানা আলাউদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া কমপ্লেক্স নূরানী বিভাগের প্রধান, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা হায়দার আলী, মাওলানা হারুন উরশীদ এবং সবক ও পুরস্কার প্রাপ্তদের অভিভাবকবৃন্দ । অনুষ্ঠান পরিচলনায় করেন বড়তাকিয়া যাহেদিয়া কমপ্লেক্স সহ-সুপার মাওলানা জহুরুল হক।