ভোটের দিন পর্যবেক্ষকদেরকে মূর্তির মতো থাকতে হবে : নির্বাচন কমিশন সচিব

236

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে ভোটের দিন কোনো পর্যবেক্ষক কোনো কথা বা মন্তব্য করতে পারবে না। তাদেরকে মুর্তির মতো থাকতে হবে। যত গন্ডগোলই হোক না কেন মিডিয়ার কাছে কোনো মতামত দিতে পারবেন না বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৮টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং এ এই মন্তব্য করেন ইসি সচিব।

ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান।

সচিব হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে নিবন্ধন বাতিল হয়। কারণ আপনাদের নিবন্ধন এনজিও ব্যুরোর কাছে। আমাদের প্রতিবেদন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here