মাহাথিরের পদত্যাগ

308

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। নতুন সরকার গঠনের পথ পরিষ্কার করার জন্য তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মাহাথিরের দল প্রবুমি বেরসাতু ক্ষমতাসীন সরকারি জোট পাকাতান হারাপান ত্যাগ করেছে।
এক সপ্তাহ ধরে আনোয়ার ইব্রাহিমের সাথে মাহাথিরের দ্বন্দ্বের জের ধরে মাহাথির পদত্যাগ করলেন। রোববার রাতে বলা হয় যে, মাহাথিরের দল নতুন সরকার গঠন করছে। এতে তার সম্ভাব্য উত্তরসূরী আনোয়ার ইব্রাহিমকে বাদ দেয়া হবে।

মাহাথির (৯৪) ও আনোয়ারে (৭২) মধ্যে দীর্ঘ দিন একটি সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছিলেন। কথা ছিল মাহাথির অবসর গ্রহণর পর আনোয়ার ইব্রাহিম তার উত্তরসূরি হবেন। কিন্তু এখন ওই চুক্তি থেকে বের হয়ে এসেছেন মাহাথির।
সূত্র : আল জাজিরা ও রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here