মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিতের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৪ জানুয়ারি) উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্জুরুল হক,ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ নুর উদ্দীন, মিজানুল হক বাচু, সাব্বির হোসেন, প্রিমিয়ার ব্যাংক শান্তির হাট শাখার ব্যবস্হাপক মোঃ শরফু উদ্দীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, শেখ জাহেদ, মো: ইউনুস, সালাউদ্দিন, ইস্টান ব্যাংক কর্মকর্তা এবং সোনালি স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল হোসেন টিপু, পিএইচপির কর্মকর্তা আবু জাফর, মোহাম্মদ সাইফুদ্দীন বাংলাদেশ পুলিশ। জাগ্রত প্রতিভার সভাপতি মোঃ গোলাম মর্তুজা, উদয়নের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, ফেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাইয়ের পরিচালক মেহেদী হাসান ইমন, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার আশরাফ, সাকিব, রুবেল, রিফাত।