মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ১২ নং খৈইয়াছরা ইউনিয়নের উদ্যোগে এক ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ নভেম্বর) সকালে খৈয়াছড়া স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন। রাকিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন।
তিনি আলেম সমাজকে দ্বীন কায়েমে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলা উদ্দিন, হাফেজ ইকরামুল হক প্রমুখ।