মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মরহুম আবুল খায়ের গিন্নি কমিশনার ফুটবল টুুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সাহেবপুর ফুটবল ক্রীড়া সংঘ। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট ডিগ্রী কলেজ মাঠে বারইয়ারহাট ক্রিকেট ক্লাব (বি.সি.সি) আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে সাহেবপুর ফুটবল ক্রীড়া সংঘ ২-০ গোলে মর্নিং ফুটবল এ্যাসোসিয়েশনকে পরাজিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিসিসি’র আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, এ্যাডভোকেট শহীদুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। সবশেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।