মিরসরাইয়ের এবারও সেরা জেবি উচ্চ বিদ্যালয়

317

এসএসসি পরীক্ষার ফলাফলে মিরসরাইয়ে এবারো সেরা হয়েছে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ করে উপজেলায় ১ম হয়েছে এই প্রতিষ্ঠানটি। ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭০ জন জিপিএ-৫ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ০১ জন জিপিএ-৫ সহ মোট ৭১ জন জিপিএ-৫ পেয়েছে। ১০৭ জন এ ও ০৭ জন এ- পেয়ে সবাই উত্তীর্ণ হয়।

শতভাগ পাশ এবং মিরসরাইতে ১ম স্থান অধিকার করায় প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া ও সভাপতি মকছুদ আহম্মদ চৌধুরী শিক্ষক/শিক্ষিকা, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, এসএসসিতে প্রতি বছরের ন্যায় আমাদের স্কুল এবারও ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিবাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here