
এসএসসি পরীক্ষার ফলাফলে মিরসরাইয়ে এবারো সেরা হয়েছে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ করে উপজেলায় ১ম হয়েছে এই প্রতিষ্ঠানটি। ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭০ জন জিপিএ-৫ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ০১ জন জিপিএ-৫ সহ মোট ৭১ জন জিপিএ-৫ পেয়েছে। ১০৭ জন এ ও ০৭ জন এ- পেয়ে সবাই উত্তীর্ণ হয়।
শতভাগ পাশ এবং মিরসরাইতে ১ম স্থান অধিকার করায় প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া ও সভাপতি মকছুদ আহম্মদ চৌধুরী শিক্ষক/শিক্ষিকা, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, এসএসসিতে প্রতি বছরের ন্যায় আমাদের স্কুল এবারও ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিবাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।