মিরসরাইয়ের ধুমে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

279

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে একটি মাদকসেবী সিন্ডিকেট। এতে করে নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে ২০০৯ সালে উওর মোবারকঘোনা এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রচেষ্টায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ব্লক দিয়ে বাঁধ সংরক্ষণের কাজ করা হয়। কিন্তু অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে বাঁধটি।

জানা গেছে, ব্লক দিয়ে বাঁধ নির্মাণের পর এতোদিন কেউ বালু উত্তোলন না করলেও গত কিছুদিন ধরে ধুম ইউনিয়নের কিছু চিহ্নিত মাদকসেবী তাদের মাদকের টাকার যোগান দিতে শক্তিশালী ড্রেজার মেশিন লাগিয়ে ১০ টি ব্লক হেড এ করে নিয়ে যাচ্ছে। এতে করে এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১৬ ডিসেম্বর এলাকাবাসী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার নির্দেশে
এলাকাবাসী বালু উত্তোলনকারীদের বিতাড়িত করে। কিন্তু পরে তারা সংঘবদ্ধ হয়ে আবারো বালু উত্তোলন করছেন।

এই বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়াকে ফোন করলে তিনি বলেন, আওয়ামীলীগের জাতয়ি সম্মেলনে যোগ দিতে আমি এখন ঢাকায় রয়েছি। এই বিষয়ে পরে কথা বলবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here