মিরসরাইয়ের মহামায়ায় যুবকের মরদেহ উদ্ধার

205

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের মহামায়া হৃদ এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. ইকবাল হোসেন (২৮) নামের ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে।
রোববার (২০ জানুয়ারি) রাতে রেল লাইনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। মহামায়া লেক এলাকায় রেল লাইনের পাশের ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here