মিরসরাইয়ের শ্রীপুরে যুবদলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি মানুষ, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়ন যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পরামর্শে মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরের ছোবহান বাদশা ও তার ভাই রেজাউল করিমের উদ্যেগে ইউনিয়নের শ্রীপুর গ্রামে দুঃস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।