মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার

190

মিরসরাইয়ে একটি বিদেশী রিভলবার বিক্রি করতে গিয়ে র‌্যাবের ফাঁদে পড়ে গ্রেফতার হয়েছেন সাহেদ আহম্মদ রিয়াজ (২৩) নামে এক যুবক। উপজেলার সদরের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি টিম।

আটক সাহেদ আহম্মেদ রিয়াজ মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকার ফরিদ আহম্মেদের ছেলে। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দণি মিরসরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ সাহেদ আহম্মেদ রিয়াজ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here