মিরসরাই প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর পর চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার সাথে সাথে নেতা-কর্মীরা নৌকা নৌকা বলে মিছিল বের করে।
উপজেলার হাদিফকিরহাট এলাকায় চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা। এছাড়া মিরসরাই পৌর সদরে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনের নেতৃত্বে ,বারইয়ারহাট করেরহাট, আবুতোরাব বাজারে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা।
এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বুধবার সকাল থেকে পুলিশ বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে ছিল। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।