মিরসরাইয়ে আগুনে পুড়লো ১৮ বসতঘর

197

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আজাদ ড্রাইভারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তরা।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মোঃ তানভীর আহম্মদ জানান, গোপালপুর গ্রামে অগ্নিকান্ডে নাজিম উদ্দিন আজাদ, মোঃ সায়েম ও আখতারুজ্জানের ১৮টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ১০লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here