মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আজাদ ড্রাইভারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তরা।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মোঃ তানভীর আহম্মদ জানান, গোপালপুর গ্রামে অগ্নিকান্ডে নাজিম উদ্দিন আজাদ, মোঃ সায়েম ও আখতারুজ্জানের ১৮টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ১০লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন এই কর্মকর্তা।