

মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মিরসরাই শাখার উদ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ। ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সুফিয়া নুরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বড়দারোগাহাট শাখা প্রধান ও এভিপি কাজী মোহাম্মদ ইরফান উদ্দিন, বারইয়ারহাট শাখা প্রধান ও এফএভিপি মোহাম্মদ বোরহান উদ্দিন খাঁন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার (অপারেশন) মুহাম্মদ জাহেদ উদ্দিন।
ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
