মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংক মিলনায়তনে এফ.এ.ভিপি ও শাখা প্রধান মুহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন। প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ জাফর উল্লাহ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন্স জাহেদ উদ্দিন। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করেন। এবছর ১ হাজার ৪ শত গাছের চারা বিতরণ করা হবে। এরপূর্বে মিরসরাই বালিক উচ্চ বিদ্যালয় অঙিনায় নারিকেল গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে চারা বিতরণ করছেন অতিথিবৃন্দ।