মিরসরাইয়ে ঈদের দিন গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

227

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৩)। সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর ডাকঘর এলাকার খোনকার বাড়িতে এই ঘটনা ঘটেছে। তানিয়া ওই বাড়ির মুসলিম উদ্দিনের স্ত্রী।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এয়াসির আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক কলহের কারণে গৃহবধূ তানিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here