নিজস্ব প্রতিনিধি:::
মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের এএসপি শামসুউদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরীর উদ্যোগে খেটে খাওয়া দিন মজুর মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জোরারগঞ্জ থানার সন্নিকটে এএসপি সার্কেল অফিসের সামনে প্রায় ৫০ জন দরিদ্র জনগোষ্টির মাঝে এই নিত্য প্রয়োজনীয় সমাগ্রী বিতরণ করা হয়।
এসময় মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের এএসপি শামসুউদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মফিজ উদ্দিন ভূইয়া, জেষ্ঠ্য উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সহ জোরারগঞ্জ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের এএসপি শামসুউদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সর্তক ও সচেতন হোন। জীবনের চেয়ে জীবিকা বড় নয়। তাই জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। এছাড়া সমাজের সকল বৃত্তবানের উচিত দরিদ্র জনগোষ্টির পাশে দাঁড়ানো।