মিরসরাইয়ে একযোগে ২১ হাজার চারা বিতরণ ও রোপন

143

 

মিরসরাই প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক যোগে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় মিরসরাই উপজেলায় ২১ হাজার চারা বিতরণ ও রোপন করা হয়। মিরসরাই উপজেলা পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগ এবং ব্যবস্থাপনায় উক্ত চারা বিতরণ ও রোপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গনভবনে উক্ত কার্যক্রম উদ্বোধন করার পরপরই মিরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত ২১ হাজার চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী ফিরোজ, বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান চৌধুরী, উপকূলীয় রেঞ্জ এর বন কর্মকর্তা এরফান উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আলাদাভাবে উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন জাতের কিছু গাছের চারা রোপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here