মিরসরাই প্রতিনিধি
করোনাকালে মিরসরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে করোনা জনসচেতনায় পাড়া মহল্লায় মাইকিং, করোনাকালীন সময়ে ব্র্যাকের সদস্য ও কর্মীদের খবর নেয়া, লিফলেট বিতরণ, হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া, সদস্যদের সাবান ও ক্লিনার পাউডার বিতরণ, সদস্যদের সঞ্চয় ফেরত দেয়া ইত্যাদি।
ব্র্যাক মিরসরাই উপজেলার এলাকা ব্যবস্থাপক মো. ইউছুপ জানান, করোনাকালীন সময়ে বিভিন্ন কর্মসূচী পালনের পাশাপাশা গ্রামীন কৃষিকে সচল রাখতে এবং প্রায় ২০০৭ জন পরিবারের আর্থিক অবস্থা সচল রাখতে ২০ লাখ টাকা সঞ্চয় প্রদান করা হয়েছে। গত দুই মাসে ‘দাবি ও প্রগতি’ কর্মসূচি মিলে কৃষি, মৎস, ক্ষুদ্র ব্যবসা, পোলট্রিখাতে পুনরায় নতুন বিনিয়োগ করে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো জন্য ২ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা ঋণ সহযোগীতা দিয়েছি। এছাড়া ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর মাধ্যমে কিছু দরিদ্র উপকার ভোগী পরিবারেকে এক হাজার ৫’শ টাকা করে সহায়তা দেয়া হয়েছে। বতর্মানে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক সুরক্ষার কথা বিবোচনা করে প্রতিটি অফিসে আগতদের সামাজিক দুরত্ববজার রেখে কার্যক্রম পরিচালনা কররা হচেছ। এ কার্যক্রম দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি।