মিরসরাইয়ে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে হয়রানির অভিযোগ

362

মিরসরাই প্রতিনিধি

অবসরোত্তর সুবিধা না দিয়ে জোরারগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলামকে হয়রানি করার অভিযোগ উঠেছে । কলেজ পরিচালনা কমিটির সভাপতির দোহাই দিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিষ কুমার দেববর্মণ এ হয়রানি করছেন বলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম সোমবার (৮ অক্টোবর) মিরসরাই প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে কামরুল ইসলাম অভিযোগ করেন, গত ১৫ জুন জোরারগঞ্জ মহিলা কলেজ থেকে তিনি নিয়মিত অধ্যক্ষ হিসেবে অবসরে যান। বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিধি মোতাবেক অবসরোত্তর প্রাপ্য সুবিধাদি পেতে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদনের বিধান রয়েছে। কিন্তু কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনা কমিটির দোহাই দিয়ে তাকে সে আবেদন করতে না দিয়ে উল্টো নানা ভাবে হয়রানি করে যাচ্ছেন। ফলে তিনি আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

অন্যদিকে পরিচালনা কমিটিকে প্রভাবিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বেতন ভাতা ১০গুন বৃদ্ধি করেছেন এবং নিজের সুবিধার জন্য বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে কলেজে অধ্যক্ষ নিয়োগ দীর্ঘায়িত করে চলেছেন। আশিষ কুমার বর্মন শিক্ষক সমিতি’র (বাকবিশিস) নেতা হয়ে শিক্ষক বিরোধী কর্মকান্ডের মাধ্যমে স্ববিরোধী নজির স্থাপন করেছেন।

এ বিষয়ে কথা বলতে জোরারগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিষ কুমার দেব বর্মন বলেন, কামরুল ইসলাম অধ্যক্ষ থাকাকালীন অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন। সে টাকার জন্য উনাকে আন্ডারটেকেন দিতে বলেছিলাম। উনি দিচ্ছেন না। এক প্রশ্নের জবাবে আশিষ কুমার দেব বর্মন বলেন, না ওই টাকা (কথিত অতিরিক্ত টাকা) চেয়ে মন্ত্রনালয় থেকে কোন চিঠি আসেনি। তাহলে কেন আপনারা সেই টাকা চাচ্ছেন এই প্রশ্নের সঠিক কোন জবাব তিনি দিতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here