মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে ‘খোরমাওয়ালা কেপিএল অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট’ এর উদ্বোধন করা হয়। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা হয়।

কুরুয়া কিংস্টার বনাম সৈদালী সুপার স্টার ম্যাচের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সুচনা হয়। খেলার শুরুতে গত বছরের চ্যাম্পিয়ন দল সৈদালী সুপারস্টার এর অধিনায়ক পলাশকে সংবর্ধনা দেয়া হয়। টি টেন পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলায় ৭ টি দল অংশ গ্রহন করে।
খেলা আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র তাজুল ইসলাম বলেন, কেপিএল অলিম্পিক টুর্ণামেন্ট ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। খোরমাওয়ার তরুন প্রজন্ম ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ খেলা পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মঘাদিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, যুবলীগ নেতা জাবেদ, শহিদুল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
