
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের আবুতোরাব বাজারে এক ছাত্রলীগ নেতা কুপিয়ে জখম করেছে আরেক ছাত্রলীগ নেতাকে। আহত আব্দুল কাইয়ুম সদ্য বিলুপ্ত ১১নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। শুক্রবার সন্ধ্যায় আবুতোরাব বাজারের মঘাদিয়া অংশে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৯নভেম্বর) সন্ধ্যায় আব্দুল কাইয়ুম ও ডালিম নামের অপর এক ছাত্রলীগ কর্মি আবুতোরাব বাজারের মডেল স্টোর নামের একটি দোকানে চা খেতে আসে। এসময় একে অপরের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে দোকানটিতে ভাংচুর চালায়। ওই দোকানটির মালিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ১৩নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুকের বাবা। ভাংচুরের খবর পেয়ে ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল কাইয়ুমের উপর চড়াও হয়। এসময় সেখানে থাকা দা দিয়ে কুপিয়ে আব্দুল কাইয়ুমকে জখম করে।
স্থানীয়রা আহতবস্থায় কাইয়ুমকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আবুতোরাব বাজারে সন্ত্রাসী হামলায় একজন আহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
