মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এস আলম বাসের ২ যাত্রী নিহত, আহত ২৫ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

247


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ১ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উক্ত উদ্ধার কাজে অংশ নেয়।


আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরিমল চাকমা নামে একজন মারা যায়। বাকিদের অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা গেইট ম্যানের দায়িত্ব অবহেলাকে দোষছেন।

মিরসরাইয় ফায়ার সার্ভিস ষ্টেশন এর কর্মকর্তা রবিউল আজম ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here