মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

190

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. নাজমুল ইসলাম ফয়সাল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ফয়সাল স্থানীয় মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশী জাহেদুল ইসলাম জানান, সোমবার রাতে এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ফয়সাল। এরপর ঘটনাস্থলে সে মারা যায়। রাতে তাকে দাফন করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি কামরুল হাসান বলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার বিষয়টি অবগত নই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here